সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যসানির ‘দুঃখ দেবে যদি’

সানির ‘দুঃখ দেবে যদি’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

এ প্রজন্মের কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি। কথা-সুর-সংগীতায়োজন-গায়কি সব মিলিয়ে গানের স্বাতন্ত্র্য এক ধারা তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেনবলে জানান তিনি। একই ভাবনা নিয়ে এবার প্লেব্যাক করেছেন ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমায়। সম্প্রতি নিজস্ব চ্যানেলে প্রকাশ করেছেন এই সিনেমায় গাওয়া তাঁর গান ‘দুঃখ দেবে যদি’। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন সপ্তক সরকার। সংগীতায়োজন করেছেন রুসলান রেহমান। সানি বলেন, নিজেকে খুঁড়ে নতুন কিছু আবিষ্কারের চেষ্টা থেকেই প্রতিনিয়ত কাজ করে যাওয়া। যদিও প্লেব্যাকের ক্ষেত্রে পর্দার চরিত্র ও কাহিনি উঠে আসা বিভিন্ন ঘটনাকে উপজীব্য করেই গান তৈরি করা হয়। তারপরও চেষ্টা থাকে সেখানে নিজস্বয়তা তুলে ধরার। যেহেতু ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটির পরিচালক আমি নিজেই, তাই সংগীতেও নিজস্ব ভাবনা প্রকাশ তুলে ধরা কঠিন হয়নি। এখন সিনেমা ও এর গান ‘দুঃখ দেবে যদি’ দর্শক-শ্রোতার ভালো লাগলে সার্থক হয়ে উঠবে এই প্রচেষ্টা।

সম্প্রতি

আরও খবর