সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যদেশে ফিরছেন দিঠি

দেশে ফিরছেন দিঠি

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবক দিঠি আনোয়ার পাঁচ মাসেরও বেশি সময় পর আগামী ১২ ডিসেম্বর দেশে ফিরছেন। চলতি বছরের জুলাই মাসে দিঠি আনোয়ার যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। তার দুই ছেলে যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন বিশ^বিদ্যালয়ে ও কলেজে পড়াশুনা করে। তাদের জন্যই মূলত বেশকিছুটা সময় হাতে নিয়ে দিঠি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। দিঠি বলেন,‘ আব্বুকে নিয়ে ইউটিউব চ্যানেলেটি প্রকাশের দিকে মনোযোগ দিবো। চ্যানেলে আব্বুর বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকার, আব্বুর লেখা গান, আব্বুকে নিয়ে নানান ধরনের অনুষ্ঠান, আব্বুকে নিয়ে বিভিন্ন জনের সাক্ষাৎকার’সহ নানান কিছু এই ইউটিউব চ্যানেলে স্থান পাবে। মূলকথা আমার আব্বুকে পরবর্তী প্রজন্মের কাছে বিষদভাবে তুলে ধরতেই এই ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করতে চাই।’ দিঠি জানান, ঢাকায় ফিরে তার বাবার লেখা অপ্রকাশিত কিছু মৌলিক গানের মিউজিক ভিডিওর কাজ করবেন। যে গানগুলোতে তিনি নিজে কন্ঠ দিয়েছেন, আবার তারসঙ্গে অপু আমানও কন্ঠ দিয়েছেন। ফিরে এসে দেশ টিভি, এনটিভি, এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করবেন দিঠি।

সম্প্রতি

আরও খবর