সম্প্রতি পরিচালক প্রিয়দর্শনের ‘হ্যায়বান’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার যীশু। যা মুক্তি পাবে আগামী বছর। যীশুর সহঅভিনেতা হচ্ছেন অক্ষয় কুমার ও সাইফ আরী খানের মত অভিনেতারা। সিনেমার টিম জানিয়েছে, গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন যীশু। চলতি বছরের অগাস্টে সিনেমার শুটিং শুরু হয়; এরি মধ্যে দৃশ্যধারণের বেশিরভাগ কাজ শেষ হয়ে গিয়েছে। তবে যীশুর অংশের শুটিং শেষ কী না তা জানা যায়নি। যীশু অক্ষয়ের সঙ্গে এর আগে ‘ভূত বাংলো’ সিনেমাতে অভিনয় করেছেন। যীশু ছিলেন বাংলা সিনেমার রোমান্টিক নায়ক। তবে এ বছর কলকাতার ‘খাদান’ সিনেমাতে খল চরিত্র করেছেন তিনি। নামও করেছেন ভিন্ন ধরনের অভিনয় দিয়ে। নায়ক দীপক অধিকারী দেবের সঙ্গে যীশু সমানে টক্কর দিয়েছেন ‘খাদানে’।



