বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যবিজয় দিবসে বিদেশি দূতরা দেখবেন ‘ওরা ৭ জন’

বিজয় দিবসে বিদেশি দূতরা দেখবেন ‘ওরা ৭ জন’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ ২০২৩ সালের ৩ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছিল। মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটি তখন সমালোচকদের মন জয় করেছিল। এবারের বিজয় দিবসে সরকারিভাবে ছবিটি দেখানো হবে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে। তিনি বলেন, ‘খবরটি শোনার পর থেকে খুব ভালো লাগছে। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। অপ্রত্যাশিত সুখবরগুলো সব সময় আনন্দ দেয়। একজন নির্মাতা হিসেবে সব সময় চেয়েছি দেশকে তুলে ধরতে।’ ‘কখনো ফুটবল নিয়ে ছবি করেছি, কখনো আবার দেশপ্রেম। কখনোই প্রতিদান চাইনি। দেশের জন্যই কাজ করতে চেয়েছি সব সময়। সরকারের এমন সিদ্ধান্তে মনে হচ্ছে আমি পুরস্কার পেলাম’- যোগ করেন এই নির্মাতা। ‘ওরা ৭ জন’ ছবিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, খিজির হায়াত খান, সাইফ খান, শিবা শানু, ইমতিয়াজ বর্ষণ, সজিব প্রমুখ।

সম্প্রতি

আরও খবর