বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যগোল্ডেন গ্লোবে মনোনয়ন পেল যে সিনেমাগুলো

গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেল যে সিনেমাগুলো

বিনোদন ডেস্ক

সম্পর্কিত সংবাদ

গত ৮ ডিসেম্বর ঘোষণা করা হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩ তম আসরের মনোনয়ন। লস অ্যাঞ্জেলেস থেকে মার্লন ওয়ারনস ও স্কাই পি মার্শাল মনোনীত সিনেমা ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি জানা যাবে গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম। এবারের আসরে কারা পেলেন কাঙ্ক্ষিত মনোনয়ন তা জেনে নেওয়া যাক। মার্কিন অভিনেতা ও প্রযোজক লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সর্বোচ্চ নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। একজন সাবেক বিপ্লবীর মেয়েকে অপহরণের ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এরপরই আছে বহুভাষার

পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। নরওয়ের বিখ্যাত পরিচালক জোয়াকিম ট্রিয়ার নির্মিত সিনেমাটি আটটি বিভাগে মনোনয়ন জিতেছে। এছাড়াও মনোনয়নপ্রাপ্ত সিনেমাগুলো মধ্যে রয়েছে ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’, ভ্যাম্পায়ার ড্রামা ‘সিনার্স’, এবং গুইলারমো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমা। ‘হ্যামনেট’ সিনেমার জন্য মনোনীত হয়েছেন আইরিশ তারকা পল মেসকাল ও জেসি বাকলি। টেবিল টেনিস তারকা মার্টি মাউসারকে নিয়ে নির্মিত সিনেমা ‘মার্টি সুপ্রিম’-এর জন্য টিমোথি শ্যালামে মনোনয়ন পেয়েছেন। ক্যারিয়ারের ১৪তম গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন জর্জ ক্লুনি। তার অভিনীত সিনেমার নাম ‘জে কেলি’ । ডার্ক কমেডি ‘বুগোনিয়া’ সিনেমা দিয়ে সেরা অভিনেত্রীর দৌড়ায়ে এগিয়ে আছেন এমা স্টোন। এবারের আসরে আন্তর্জাতিক সিনেমার বাজিমাত। কান চলচ্চিত্র উৎসবে, ‘পাম ডি’ বিজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে। এছাড়াও নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ আছে সেরা পুরস্কার জেতার তালিকায়।

সম্প্রতি

আরও খবর