রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যবিটিভির অনুষ্ঠান উপস্থাপনায় ঐন্দ্রিলা

বিটিভির অনুষ্ঠান উপস্থাপনায় ঐন্দ্রিলা

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক বুলবুল আহমেদ। তার ছোট কন্যা ঐন্দ্রিলা। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের সাথে সম্পৃক্ত। একটা সময় এসে তিনি নিজেকে উপস্থাপনার সাথেও সম্পৃক্ত করেন। মাঝে মাঝে ঐন্দ্রিলাকে বিভিন্ন টকশো’তে দেখা যায়। তবে এরইমধ্যে তিনি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রান্না বিষয়ক অনুষ্ঠান ‘আমাদের রসুই ঘর’-এর উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটি কিছুদিন আগেই বিটিভিতে প্রচার শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার বিটিভিতে প্রচার হয়। ঐন্দ্রিলা বলেন,‘ এই মুহুর্তে বিটির্ভির আমাদের রসুই ঘর অনুষ্ঠানটি নিয়েই ব্যস্ত আছি। যেহেতু প্রতি সপ্তাহে দু’বার এই অনুষ্ঠানটি প্রচার হয়, মাসে আটটি পর্ব-সে কারণে আমাকে এই অনুষ্ঠানেরই জন্য বেশ সময় দিতে হয়। বাকীটুকু সময় নিজের জন্য, সংসার-সন্তানের জন্য দিতেই হয়। তবে যেহেতু অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করতে আমার ভালোলাগে। তাই উপস্থাপনাটা ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়ে করি। আর অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে বলবো অবশ্যই ভালো গল্প সুন্দর চরিত্র পেলে অভিনয় করবো। কারণ অভিনয় করতেই আমার সবচেয়ে বেশি ভালোলাগে। এখনো অনেক ভক্ত দর্শকের কাছ থেকে অনুরোধ আসে অভিনয় করার। তাদের উদ্দেশ্যে বলতে চাই-নিশ্চয়ই আমি ভালো গল্প-চরিত্র পেলে অভিনয়ে ফিরবো।’

সম্প্রতি

আরও খবর