শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যশিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

দেশের এমন পরিস্থিতির জন্য শুক্রবার শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার জানান, “অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।”শনিবার রাষ্ট্রীয় শোকের কারণে সব অনুষ্ঠান বন্ধ থাকে; রোববার থেকে চালু হতে পারে, আবার নাও হতে পারে বলে আভাস দিয়েছেন এই কর্মকর্তা। শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃতুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক দিবস একদিন হলেও শিল্পকলা কতদিন বন্ধ থাকবে, জানতে চাইলে শিল্পকলার এই পরিচালক বলেন, “অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।”

সম্প্রতি

আরও খবর