নতুন এক সিনেমায় অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। যার নাম ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। আহমেদ হাসান সানি পরিচালিত প্রথম সিনেমা এটি। কথা ছিল ছবিটি মুক্তি পাবে চলতি মাসেই। কিন্তু ২১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পরিচালক জানান, ছবিটি মুক্তি পাচ্ছে না। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এলেন তারা। এফডিসিতে ঘোষণা করা হয় নতুন তারিখ। আগামী বছরের ২৬ জানুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এ সিনেমায় যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক তাস্থিরতার নানা প্রসঙ্গ তুলে এনেছেন নির্মাতা। জানা গেছে, বর্ষণ অভিনীত নতুন ছবির পটভূমি ছাত্র-জনতার অভ্যুত্থান। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে। কথা প্রসঙ্গে বর্ষণ বলেন, ‘আমরা প্রায় সময় বলে থাকি, রাজনৈতিক আলাপ নিষেধ। বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা নানা জায়গায় এটা লেখাও থাকে, রাজনৈতিক আলাপ নিষেধ। কিন্তু রাজনৈতিক আলাপটা আসলে জরুরি। মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবেন, ততই দেশ নিয়ে ভাবতে শিখবেন। আমরা এ ছবিতে রাজনৈতিক আলাপ যে জরুরি, সেটিই তুলে ধরার চেষ্টা করেছি।’ ইমতিয়াজ বর্ষণ ছাড়াও এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলম প্রমুখ। প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ তুর্য প্রমুখ।



