শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যআবার মঞ্চে ‘মহাশূন্যে সাইকেল’

আবার মঞ্চে ‘মহাশূন্যে সাইকেল’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

ঢাকার মঞ্চে আবার আসছে নাট্যদল অনুস্বরের প্রশংসিত প্রযোজনা ‘মহাশূন্যে সাইকেল’। গত বছর ডিসেম্বরের এককালীন আয়োজনে নাটকটি পাঁচ দিনে আটটি প্রদর্শনী নিয়ে মঞ্চে এসেছিল এবং দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। আলো-প্রক্ষেপণ, মঞ্চসজ্জা ও শিল্পীদের অভিনয়- সব মিলিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় ছিল এই প্রযোজনা। চলতি বছর আবার নতুন উদ্যমে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি নিয়েছে অনুস্বর। আজ থেকে ২৭ ডিসেম্বর বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে চার দিনে মোট সাতটি প্রদর্শনী হবে ‘মহাশূন্যে সাইকেল’-এর। নীলিমা ইব্রাহীম মিলনায়তনে শো অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৫ ডিসেম্বর বিকাল ৫টা ও সাড়ে ৭টায়, ২৬ ডিসেম্বর বিকাল ৫টা ও সাড়ে ৭টায় এবং ২৭ ডিসেম্বর বিকাল ৫টা ও সাড়ে ৭টায়। কথাসাহিত্যিক শাহাদুজ্জামান রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, সাইফ সুমন, প্রশান্ত হালদার, এস আর সম্পদ, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন। নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ—সবকিছুর মাঝে থেকে আমরা একসময় একা অনুভব করি। কখনও কখনও বাস্তবের তুলনায় কল্পনা বা অলৌকিক জগত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- নাটকে সেই অভিজ্ঞতাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

সম্প্রতি

আরও খবর