বাংলাদেশের চলচ্চিত্র ও নাটকের জীবন্ত দুই কিংবদন্তী অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর। দু’জনই অভিনয় জীবনের পথচলায় বহু নাটকে, সিনেমায় অভিনয় করেছেন। তারা এখনো অভিনয়ে সরব। দু’জন একসঙ্গেও সিনেমা, নাটকে অভিনয় করেছেন। আবারো তারা দু’জন একটি সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। নাটকটির নামকরণ করেছেন এই নাটকেরই প্রযোজক রঙ্গন মিউজিক’র কর্ণধার জামাল হোসেন। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। নির্মাণ করেছেন গুনী নির্মাতা চয়নিকা চৌধুরী। কয়েকদিন আগেই টানা তিনদিনের নাটকটির শুটিং-এর কাজ শেষ করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন,‘ এখন ৮০% প্রযোজক, চ্যানেল, এমনকি আমাদের দর্শকও বলেন, প্লিজ পারিবারিক সম্পর্কের গল্প চাই। বেশ আরামেই ৩ দিনে স্যুটিং শেষ করলাম।’ আবুল হায়াত বলেন,‘ নির্মাতা হিসেবে চয়নিকা সবসময়ই ভীষণ সচেতণ, বিচক্ষণ। তার নাটকের গল্পই হচ্ছে প্রাণ। আর যারা কাজ করে তারা সবাই ভীষণ আন্তরিকতা নিয়েই কাজ করে। লাইফ ইজ বিউটিফুল নাটকটি নিয়ে আমি আশাবাদী।’ ডলি জহুর বলেন,‘ হায়াত ভাই বাংলাদেশের একজন সত্যিকারের জীবন্ত কিংবদন্তী অভিনেতা। তারসঙ্গে বহু নাটক সিনেমাতে অভিনয় করেছি। অনেক অনেক স্মৃতি তারসঙ্গে। ধন্যবাদ চয়নকে এতো সুন্দর একটি গল্প নির্বাচনের জন্য। নাটকটি প্রচারে এলে আশা করছি ভালোলাগবে দর্শকের।’



