শওকত আলী ইমন বাংলাদেশের একজন বরেণ্য সুর¯্রষ্টা, সঙ্গীত পরিচালক। যার সুর করা বহু জনপ্রিয় সিনেমার গান, আধুনিক গান রয়েছে। যিনি এখন পর্যন্ত ৩৫০টিরও বেশি সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন। যার সুর করা গানে কন্ঠ দিয়েছেন অনেক প্রয়াত বরেণ্য সঙ্গীতশিল্পী, অনেক জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী এবং এই প্রজন্মের বহু সঙ্গীতশিল্পী। বিশেষত বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় তার অবদানকে বিবেচনায় রেখে তাকে সম্মাননায় ভূষিত করা হয়েছে। শওকত আলী ইমনের হাতে ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয়। তার হাতে এই সম্মাননা তুলে দেন দেশের গুনী সঙ্গীতশিল্পী রবি চৌধুরী ও নন্দিত নায়ক শাকিল খান। ইমন বলেন,‘ সঙ্গীত জীবনের পথচলায় অসংখ্য সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছি। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, পায়ের ছাপ সিনেমায় কাজ করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছি। এর বাইরেও অনেক সংগঠন কর্তৃক পুরস্কৃত হয়েছি। একজন সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে যখন নিজের কাজের জন্য এই স্বীকৃতিগুলো হাতে আসে তখন সত্যিই ভীষণ ভালোলাগে। আরো অনেক অনেক বেশি অনুপ্রাণিত হই আমি। ধন্যবাদ যারা আমার কাজের মূল্যায়ন করেন। আগামীতে আরো শ্রুতিমধূর গান দর্শক শ্রোতাকে উপহার দিতে চাই।’



