এই সময়ের অভিনেত্রী সানজিদা কানিজ। একের পর এক ভালো ভালো গল্পের একক নাটক, ধারাবাহিক নাটকে এখন তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এরইমধ্যে অনেক ধারাবাহিক নাটক ও একক নাটকে অভিনয় করেছেন তিনি। বেশকিছু একক নাটকও রয়েছে তার। বেশকিছু নাটক প্রচারিত হয়েছে। কিছু নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়। মডেল হিসেবে কাজ করেছেন নির্বাচন নিয়ে চ্যানেল আইয়ে প্রচারের জন্য বিজ্ঞাপনচিত্রে। পাশাপাশি দুটি স্কুলের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। এরমধ্যে সানজিদা কানিজ একটি সিনেমাতেও অভিনয় করেছেন, যাতে তার সহশিল্পী হিসেবে আছেন শিল্পী সরকার অপু। এক যুগের বিরতির পর অভিনয়ে ফিরে এসে পুরোদমেই ব্যস্ত হয়ে উঠেছেন সানজিদা কানিজ। সানজিদা কানিজ বলেন,‘ বিরতির পর যেন অভিনয়ের দুনিয়ায় আমার যে প্রত্যাবর্তন হলো তাতে আমি আমার কাজ নিয়ে তৃপ্ত। অনেকেরই নির্দেশনায় অভিনয় করছি। নিজেকে প্রতিনিয়ত অভিনয়ে ভাঙ্গছি গড়ছি, একেক নাটকে একে ধরনের চরিত্রে অভিনয় করছি। সত্যি বলতে কী অভিনয়ে ফেরার পর সবাই ভীষণ সহযোগিতা করছেন। অভিনয়ে অনুপ্রেরণা দিচ্ছেন সহশিল্পীরা। আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে নিজেকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে চাই।’



