তিন দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে অভিনয় করা অভিনেতা পাভেল ইসলামের এবার হাতেখড়ি হচ্ছে পরিচালক হিসাবে। বড়দিন উপলক্ষে প্রকাশ্যে এই অভিনেতার নির্মিত প্রথম নাটক ‘ফেরা’। পাভেল ইসলাম বলেন, “পরিচালনায় আসার ইচ্ছা কখনোই ছিল না। কিন্তু নিজের লেখা নাটক অন্য কেউ নির্মাণ করলে সবসময় মনের মত হয় না। তখন এক ধরনের যন্ত্রণা কাজ করে। সেই যন্ত্রণা থেকেই ‘নাট্যকার নির্দেশিত নাটক’ ভাবনাটা আসে।” সেই ভাবনা থেকেই তিনটি গল্প নিয়ে একটি টিমসহ শ্রীমঙ্গলে গিয়ে নাটক নির্মাণে হাত দেন পাভেল। সেখানে ‘ফেরা’, ‘দৈব প্রেম’ ও ‘হারিয়ে পাওয়া’ এই তিনটি নাটকের শুটিং সেরে নেন তিনি। এর মধ্যে ‘ফেরা’ ও ‘হারিয়ে পাওয়া’ এনটিভিতে প্রচার হবে, আর ‘দৈব প্রেম’ মুক্তি পাবে একটি অনলাইন প্ল্যাটফর্মে। এই তিন নাটকে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, ইন্দ্রানী নিশি, অনিন্দিতা মিমি, সুষমা সরকার, ফাহমিদা শারমিন ফাহমি, মনিরুল ইসলামসহ পাভেল ইসলাম নিজেও। পরিচালক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে পাভেল ইসলাম বলেন, “পরিচালনা খুবই কষ্টসাধ্য কাজ। আগে সেটে গিয়ে শুধু অভিনয় করতাম, কিন্তু পরিচালক হিসেবে দায়িত্ব আর দায়বদ্ধতা অনেক বেশি। শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই গল্পগুলো ভাবা। এগুলো গতানুগতিক হাসি-ঠাট্টা বা হালকা গল্প নয়; সুস্থ ধারার, শিল্পবোধসম্পন্ন সামাজিক গল্প।” তিনি জানিয়েছেন, এই নাটকগুলোতে সামাজিক মূল্যবোধ, পরিবার ও ব্যক্তিমানুষের টানাপোড়েনের গল্প উঠে এসেছে, যা পরিচালনার মাধ্যমে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন পাভেল ইসলাম। তার রচনায় এর আগে ‘ঝরা পাতায় দ্রষ্টব্য’, ‘কেউ তো জানে’ ও ‘প্রেম বলে কিছু নেই’ নাটক প্রচার হয়েছে।



