এই প্রজন্মের দুই অভিনয়শিল্পী জোভান ও কেয়া পায়েল। আবারো তারা দু’জন একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কোটিপতি’। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। নাটকটি শনিবার, (২৭ ডিসেম্বর ২০২৫)সিএমসভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন,‘ জোভান ভাইয়ের সঙ্গে এর আগে বহু নাটকে অভিনয় করেছি। যারমধ্যে বিশেষভাবে উল্লেখ করতে গেলে বলা যায় স্ইুটহার্ট, শ^শুরবাড়ি, তেলবাজ, টিকটকার বউ, নকলবাজ, প্রথম প্রেম, স্যারের বিয়ে, ইতির ঈদি, পসেসিভ ওয়াইফ’সহ আরো বেশকিছু নাটক। বলা যায় সবগুলো নাটকের জন্যই আমি এবং জোভান ভাই ভীষণ সাড়া পেয়েছি। এস আর মজুমদার ভাইয়ের এই নাটকের গল্পটাই মূলত প্রাণ। যে কারণে নাটকটিতে অভিনয়
করতেও ভীষণ ভালোলেগেছে। পুরো ইউনিট অনেক কষ্ট করেছে নাটকটির জন্য। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে।’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা এস আর মজুমদার বলেন,‘ এর আগে জোভান ও কেয়া পায়েলকে নিয়ে আমি আটটি নাটক নির্মাণ করেছি। তবে জোভান ও কেয়া পায়েলকে নিয়ে একসঙ্গে একটি নাটকই নির্মাণ করেছিলাম, নাম ছিলো মামা ভাগ্নে চারশ বিশ। কোটিপতি তাদের একসঙ্গে নিয়ে আমার দ্বিতীয় নাটক। যথারীতি জোভান ও কেয়া পায়েল চমৎকার অভিনয় করেছে। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’



