দুই দশক ধরে গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন সঙ্গীতশিল্পী রাশেদ। দুটি রিয়েলিটি শো’র মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের পেশাগত যাত্রা শুরু করেন তিনি। রাশেদ অনেক মৌলিক গান গেয়েছেন। তিনি জানান চলতি বছরের শেষ সময়টাতে এসে স্টেজ শোতে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। অবশেষে চলতি বছরের শেষ সময়টাতে এসে রাশেদ স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন। ব্যস্ত সময় পার করছেন টিভি শো’তেও। এরইমধ্যে তিনি এনটিভি, এসএসটিভি, আরটিভি’র গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। আবার বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত বিষয়ক মৌলিক গানের অনুষ্ঠান ‘সঙ্গীতা’য় একটি গান গেয়েছেন। রাশেদ বলেন,‘ একজন শিল্পী তার নিজেরে খুঁজে পায় স্টেজ শোতে বা টিভি শোতে সরাসরি গানের অনুষ্ঠানে। বছরের শেষ সময়ে এসে বেশ কয়েকটি টিভি শো, স্টেজ শো করেছি-কিছুটা ভালোলাগছে। চলতি বছরের শেষ মুহুর্তে এবং আগামী বছরের শুরুতে আরো বেশ কয়েকটি টিভি শোতে কাজ করার ব্যাপারে আলাপ চলছে। চুড়ান্ত হলেই শ্রোতা দর্শক জানতে পারবেন।’



