সম্প্রতি স্টেজ শো ও টিভি শো’তে ব্যস্ত সময় কাটাচ্ছেন আনিসা। এরমধ্যে আনিসা জানান, তার নতুন গান আসছে, যার শিরোনাম ‘তুমি একজন’। গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর সঙ্গীত করেছেন শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল। গানটিতে আনিসার সহশিল্পী মিলন। আনিসা বলেন,‘ আমেরিকা থেকে চমৎকার এক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছি। এরইমধ্যে নতুন গান প্রকাশ পেল। গানের শিরোনাম টাও সুন্দর-তুমি একজন। গানটি লিখেছেন আমার অত্যন্ত প্রিয় একজন গীতিকবি রিজভী ভাই। আর ইমরান ভাই আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ, ভীষণ প্রিয় একজন শিল্পীও বটে। তার সুর সঙ্গীতে তুমি একজন গানটি শ্রোতা দর্শকের মনের মতো একটি গান হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা। যথারীতি আমি চেষ্টা করেছি গানটি ভালোভাবে গাইবার। আশা করছি আমাদের ডুয়েট এই গানটি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’



