শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যআন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বকুলের ‘ঝরা পাতার চিঠি’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বকুলের ‘ঝরা পাতার চিঠি’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

আগামী ১০ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ২৪’তম ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবেই প্রদর্শিত হতে যাচ্ছে অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল অভিনীত শায়লা রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’। এতে তিনি একজন লেখকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এরইমধ্যে চলচ্চিত্রটির বেশকিছু প্রদর্শনী হয়েছে যাতে সিনেমাটির গল্প এবং এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই বেশ প্রশংসিত হয়েছেন যার যার চরিত্রে অভিনয়ের জন্য। সিনেমাটি প্রসঙ্গে আরজুমান্দ আরা বকুল বলেন,‘ ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঝরা পাতার চিঠি। ঝরা পাতার চিঠি চিত্রনাট্যে উঠে এসেছে এমন এক মানুষের আত্ম অনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন। লেখকের স্ত্রীর চরিত্রে আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে অভিনয় করতে। আশা করছি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগত অতিথিদের সঙ্গে দেখা হবে, কথা হবে। মুখোমুখি হবো আমি আর পর্দার আমি।’

সম্প্রতি

আরও খবর