শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমবিনোদনঅন্যান্যএক নারীর গল্পে টেলিছবি ‘জলটুঙি’

এক নারীর গল্পে টেলিছবি ‘জলটুঙি’

বিনোদন প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

শ্যামবর্ণ নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ আর সেই পরিবারে ভাঙন ধরার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘জলটুঙি’। শ্যামবর্ণ, স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী এক নারী জয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই টেলিছবি। আফরিন জেসিকার রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন রহিম সুমন। ‘জলটুঙিতে’ অভিনয় করেছেন নাজনীন হাসান ,দিলারা জামান, হামিদুর রহমান , ঈষিকা সাকিন, অভি প্রামাণিক , ইমামুর রশীদ খান রতন সিদ্দিকী সহ আরো অনেকে। চিত্রনাট্যে দেখা যাবে, শ্যামবর্ণ, স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী এক নারী জয়া। ‘জলটুঙি’ নিয়ে রহিম সুমন বলেন, “এই গল্পে ফুটে উঠেছে নারীর প্রতি বর্ণবৈষম্য, আছে প্রতিবাদ। এই টেলিছবির মাধ্যমে সমাজে বর্ণবৈষম্য নিয়ে একটি দারুন বার্তা পাবে দর্শক। খুব শিগগিরই এটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।” জলটুঙি প্রযোজনা প্রতিষ্ঠান অনিন্দ্য এর ব্যানারে তৈরি হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে টেলিছবির দৃশ্যধারণ।

সম্প্রতি

আরও খবর