শিশির ভেজা সিক্ত বাতাস নবান্ন এলো বুঝি
শালিকের ঝাঁক উড়ে সদ্য কাটা ধান খেত
কঁচি ঘাসের ডগায় সোনালি শিশির হাসি
উঠোন জুড়ে আনন্দের জ্যোৎস্না।
ঘরে ঘরে পিঠা-পুলি উৎসবের ধুম, কুয়াশার
ভোর ভেঙে নবান্ন আগুনে পোড়া মেরা পিঠা
নরম রোদে কলার পিঠার স্বাদ,
কুমার পাড়ায় ব্যস্ত রমণী, মাটির সখ্যে
টেপা পুতুল নেচে ওঠে বাহারি রঙে
মেলা সাজে নাগর-দোলায়।



