রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমসাহিত্যসাময়িকীবুকের রেহেলে

বুকের রেহেলে

সম্পর্কিত সংবাদ

ভোঁতা ব্লেডে টেনে-টেনে কবিকে কেটো না

সে তো অহমিকাগ্রস্ত সারবস্তু খাওয়া শেষে

ছুঁড়ে দেয়া কোনো উচ্ছিষ্ট, এঁটো না

যে-জীবন যাপন করেছে মাটি ও কৃষক

যে-জীবন যাপন করেছে জেলে ও জীবক

ঘরে যে-নারী গোপনে মুছেছে চোখের জল

যে-সরল বৃদ্ধ কেঁদেছে হেলায় ছলছল

যে-জাতি ভুলেছে পূর্বপুরুষের গান

খাড়া করে দিয়েছে তাহার কান

বিভেদের জবুথবু গুহা থেকে তুলে

সে কবিকে বুকের রেহেলে রাখো খুলে-খুলে…

সম্প্রতি

আরও খবর