চারিদিকের মানুষ এতোই বিষাদগ্রস্ত
যে বিষাদ মন্ত্রণালয় না খুললেই নয়
প্রতিদিন আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়ি
আমাদের সকাল শিউলি ফুল না হয়ে
ধুতুরার বিষে সরব হয়ে যায় আমরা
পিছ টু পিছ গার?মেন্টসের দিকে বেশি খুশি হই
আর তালপাখারা হারিয়ে যায় তেপান্তরে
না তোমরা যেওনা আমরা ঐক্যবদ্ধভাবে
বিষাদের মোকাবেলা করবো
জয় আমাদের সুনিশ্চিত



