শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমসাহিত্যসাময়িকীঅল্প-স্বল্প : মিথ্যা-সত্য

অল্প-স্বল্প : মিথ্যা-সত্য

সম্পর্কিত সংবাদ

লোকে বলে মিথ্যা বেশ ভালোই চলে:

মুখে-মুখে

হাতে-হাতে

চোখে-চোখে

সবাই জানে,

সহস্র কোটি মিথ্যা জমা আছে জীবনের সিন্ধুকে।

অল্প-স্বল্প করে বিক্রি দেওয়া যায়।

নগদে

অথবা

বাকিতে

কিংবা

দাদনে

মিথ্যাগুলো বেচে দিয়ে

তোমার মতো একটা সত্য কিনে নেব।

সম্প্রতি

আরও খবর