শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

কচুরিপানা

সম্পর্কিত সংবাদ

সীমাহীনতার গায়ে ধাক্কা লাগে

আমি ভেসে যাই জলে, শবদেহ যেনো

কচুরিপানার ফুল ভেসে যায়

ভেসে যায়

দূরে

দিগন্তে নামিয়ে ছায়া।

এই ভেসে যেতে যেতে

খুলে খুলে যায়

হৃদয়ের পাত আর জনমের ভাঁজ

সব পাত খুলে গেলে, শূন্যতায়

আলো জ্বলে ওঠে।

সম্প্রতি

আরও খবর