মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশরাবার বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাবার বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, রামু (কক্সবাজার)

সম্পর্কিত সংবাদ

কক্সবাজারের রামুতে নির্জন পাহাড়ি এলাকায় একটি রাবার বাগান থেকে রাজু শর্মা (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে কয়েকজন গ্রামবাসী একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি রামু থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রামু থানার পুলিশ জানায়, মরদেহটি প্রথমে অজ্ঞাত মনে হলেও পরে পরিচয় শনাক্ত হয়। নিহত যুবক রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের হিন্দুপাড়ার বাসিন্দা রাজু শর্মা। রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি

আরও খবর