মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশশেরপুরে বাজারে আগুন, ১৪০ বেগুন ও কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি

শেরপুরে বাজারে আগুন, ১৪০ বেগুন ও কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

সম্পর্কিত সংবাদ

বগুড়ার শেরপুরে কাঁচাবাজারে যেন আগুন লেগেছে, নিত্যপ্রয়োজনীয় কাঁচা তরকারির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে গিয়ে ক্রেতাদের হাতে গোনা কিছু পণ্য কেনা ছাড়া উপায় থাকছে না।

গতকাল শুক্রবার শেরপুর উপজেলার রেজিস্ট্রি অফিস বাজার, শেরুয়া বটতলা, মির্জাপুর বাজার ও কয়েরখালীহাটসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজির দামে আগুন লেগেছে। বেগুন ১৪০ টাকা, কাঁচা মরিচ ৩২০ টাকা, সিম ১৬০ টাকা, ফুলকপি ১৩০ টাকা, শশা ৮০ টাকা, গাজর ১৫০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মানুষের সাধ্যের মধ্যে রয়েছে আলু ও তুলনামূলকভাবে পেঁয়াজের দাম। আলু বিক্রি হচ্ছে ২০/২৫ টাকা কেজি দরে এবং পেঁয়াজ ৬০ টাকা কেজিতে। বাজারে আসা ক্রেতা নুরুল ইসলাম, রফিকুলসহ অনেকেই অভিযোগ করে বলেন, দিন এনে দিন খাই, সারাদিন ৫/৬শ’ টাকা রোজগার করি, চাল ডাল কিনে তরিতরকারি কিনতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রতিদিনই বাড়ছে তরি তরকারির দাম। মাছ গোশত কেনার সামর্থ আমাদের নেই, এখন দেখি তরি তরকারিও কিনতে পারছি না। সাধ্যের মধ্যে কিছু কেনা সম্ভব হচ্ছে না। সংসার চালাতে হিমশিম খাচ্ছি। অন্যদিকে ব্যবসায়ী আতাব আলীর দাবি, বৃষ্টি বেশি হচ্ছে এজন্য গাছ মরে যাচ্ছে।

বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে সবজির দাম বেড়েছে। তবে শিগগিরই দাম কিছুটা স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি। কাঁচা বাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, বগুড়ার বৃহত্তর সবজির মোকাম মহাস্থান হাটে আমদানি কম। পাইকারি বাজারে সরবরাহ সংকটের কারণে সবজির দাম কিছুটা বেড়েছে।

সম্প্রতি

আরও খবর