শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরসারাদেশজয়পুরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন

জয়পুরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন

প্রতিনিধি, জয়পুরহাট

সম্পর্কিত সংবাদ

জয়পুরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন গনযোগাযোগ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মো. আল মামুন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সাজেদুর রহমান, মেডিকেল অফিসার ডা. জুবাইর মো. আল ফয়সাল, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইব্রাহিম মোল্লা সুমন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক প্রমুখ।

ক্যাম্পেইনে জানানো হয় ৯মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টিকা দেয়া হবে। প্রত্যেক শিশুকে জন্মসনদের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এই টিকা টাইফয়েডজনিত কারনে মৃত্যু ও অসুস্থতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

সম্প্রতি

আরও খবর