বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশনর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)

সম্পর্কিত সংবাদ

গাজীপুরের টঙ্গীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে এবং তার ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় টঙ্গী স্টেশন রোডে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, টঙ্গী পূর্ব থানা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ দাবি করেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননা করে মুসলিম উম্মার অনুভূতিতে আঘাত করেছেন। তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলাদেশের উলামা-মাশায়েখরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের টঙ্গী পূর্ব থানা শাখার সভাপতি মুফতি আশরফুল হক, সহসভাপতি মুফতি রেজাউল করিমসহ টঙ্গীর উলামা-মাশায়েখরা।

সম্প্রতি

আরও খবর