রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশবাগেরহাটের চিতলমারীতে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সম্পর্কিত সংবাদ

বাগেরহাটের চিতলমারী উপজেলার খিলিগাতি এলাকার শিক্ষক দম্পতির বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মুকুলেশ ঢালীর বাড়িতে রাতে এ ঘটনা ঘটে। ৩/৪ জনের একদল ডাকাত ওই বাড়ীতে প্রবেশ করে নারীদের হাত-পা বেধে ডাকাতরা নগদ টাকা ও ৮ ভরি স্বর্নালংকার নিয়ে যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ গৃহকর্তা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মুকুলেশ ঢালী বলেন, ‘বুধবার ভোর রাতে আমার স্ত্রী স্কুল শিক্ষিকা কাকলি ঢালী বাথরুমে যায়। এ সময় পুর্ব থেকে ওৎপেতে থাকা ডাকাত দলের ৩-৪ জন সদস্য ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে আমার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে। আমি টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে, ডাকাতরা আমাকেও মারপিট করে। তখন তারা আমিসহ আমার স্ত্রী, বৃদ্ধ মাকে এক রুমে হাত পা মুখ বেঁধে নির্যাতন চালায় ও ঘরের আলমারি, শোকেস ভেঙ্গে তছনছ করে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। পরে আমাদের আর্তনাদে এলাকাবাসি এসে আমাদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় জানানো হয়েছে। চিতলমারী থানার ওসি রোকেয়া খানম বলেন, এটা ডাকাতি বলা যাবে না, এটা একটা চুরির ঘটনার মত। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।

সম্প্রতি

আরও খবর