মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশব্রাহ্মণবা‌ড়িয়ায় আশুগ‌ঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ৩০ জন

ব্রাহ্মণবা‌ড়িয়ায় আশুগ‌ঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ৩০ জন

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা সাময়িকভাবে থেমে যায়। তবে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই দফা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনা সদস্য ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন,

> “ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে আর কোনো সংঘর্ষ না ঘটে।”

সম্প্রতি

আরও খবর