মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশঝিকরগাছায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

ঝিকরগাছায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

সম্পর্কিত সংবাদ

যশোরের ঝিকরগাছায় মাসুদ রানা (২০) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। লাশ উদ্ধার করা হয়েছে বায়শা গ্রামের প্রবাসী রবিউল ইসলাম এর নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের ভিতর থেকে।

নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাশি খাল পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঝিকরগাছা থানা পুলিশ এবং পিতা নুর মোহাম্মদ জানান, গত সোমবার মাসুদ রানাকে না পেয়ে শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) দুপুরে এলাকাবাসি ঝিকরগাছার বায়শা গ্রামের আফিল পোলট্রি ফার্মের পিছনে প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির মধ্যে একটি গলিত মরদহ দেখতে পেয়ে ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেন। ঝিকরগাছা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলিত মরদেহ ডোমের সাহায্যে উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসেন। ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মাদ গাজী জানান, গলিত মরদেহ শনাক্ত করেন মাসুদ রানার রানার পিতা নুর মোহাম্মদ। ডোমের সাহায্য নিয়ে মরদেহ উদ্ধারে বিলম্ব হয়েছে।

সম্প্রতি

আরও খবর