বিপুল উৎসাহ উদ্দীপনায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে মোঃ গোলাম কিবরিয়া শামীম ও সম্পাদক পদে মো. বারিন কার্নায়েন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, কার্যকরী সভাপতি মোঃ বাবুল হোসেন বাবলু, সহ-সভাপতি মো. আকিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আমিরুল ইসলাম মিঠু, সহ. সাধারণ সম্পাদক মো. কবির আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. আল মোজাহিদ, প্রচার সম্পাদক মো. জুলহাস, কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান ও দপ্তর সম্পাদক পদে মো. রাসেল নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট চলে। মোট ভোটার ছিল ১৭৫৩ জন।



