টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষনের ফলে বাক প্রতিবন্ধী হিন্দু কিশোরী (১৮) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিত ভুক্তভোগীর বাবা। এ বিষয়টি এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে।
অভিযুক্ত ব্যক্তি ইসমাইল হোসেন (৫৫) কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। এ অভিযোগে তাকে ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। মামলার পর থেকে আসামী ইসমাইল হোসেন পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী কিশোরী এবং ইসমাইলের বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে ইসমাইল হোসেন। মেয়েটি ভয়ে কিছু বলতে সাহস পায় নি। পরে শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পারেন। তারপর লিখে ও ইশারায় ভুক্তভোগী সব ঘটনা খুলে বলে।
ভুক্তভোগীর মা ও বাবা বলেন, বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হওয়ার। নরপিশাচ মেয়েটার জীবন নষ্ট হয়ে দিয়েছে।



