সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশহবিগঞ্জ সাতছড়ি উদ্যানে ডাকাতির চেষ্টা, রুখে দিল বিজিবি

হবিগঞ্জ সাতছড়ি উদ্যানে ডাকাতির চেষ্টা, রুখে দিল বিজিবি

প্রতিনিধি, হবিগঞ্জ

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে তা রুখে দিয়েছে বিজিবি ও পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কের সুরমা চা বাগান অংশে একদল ডাকাত গাছ কেটে রাস্তা অবরোধ করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি সেখানে অভিযান চালায়। একই সময়ে মাধবপুর থানাধীন হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়।

এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা এবং বিজিবি ও পুলিশের তৎপরতায় বড় ধরনের ডাকাতি প্রতিহত করা সম্ভব হয়। পরে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তার গাছের কাটা অংশ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।

সম্প্রতি

আরও খবর