সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশধনবাড়ীতে ঘরে আগুন দিলো দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

ধনবাড়ীতে ঘরে আগুন দিলো দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

সম্পর্কিত সংবাদ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের গোপালবাড়ী এলাকায় নূরনবীর বাড়ীতে গত মঙ্গলবার(২১অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

ভোক্তভোগী সুরভী আক্তার, জমিলা বেগম, শাহীন ও নূরনবীসহ পরিবারের স্বজনরা জানায়, ভোর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে থাকা লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে পরে ধনবাড়ী ফায়ার সার্ভিস কে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিবেশী মোহাম্মদ আলী ও তার ভাই ওয়াজেদ আলী গংরা এই জমিটি বেদখল দেওয়ার পায়তারা করেছে তারা। এই ১৫ শতাং জমিটি নিয়ে টাঙ্গাইল কোর্টে মামলা চলমান রয়েছে। সেই সাথে তারা মঙ্গলবার দিন প্রাণ নাশের হুমকি দিয়েছে। তাই আমরা ধারণা করছি বিবাদী গং রা এই অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকতে পারে। আমাদের দাবী দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের খুজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি। এঘটনায় সুরভী আক্তার বাদী হয়ে প্রতিপক্ষ মোহাম্মদ আলী ও তার ভাই ওয়াজেদ আলী গংদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করেন তারা।

ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহ জানান, উক্ত ঘটনায় বুধবার(২২ অক্টোবর) দুুপুরে সুরভী আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের খুজে বের করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি

আরও খবর