বিপুল উৎসাহ উদ্দীপনায় যাত্রাপথে আনন্দ গান মেঠো সুর সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মোহনগঞ্জে ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে তিন দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। সমাপনী দিবসে মোহনগঞ্জের হাওর জনপদ তেতুলিয়া গ্রামের হিজল তলায় এক জমকালো অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরিষদ সভাপতি কবি, সুরকার,গীতিকার রইস মনরম, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস, প্রধান প্রশিক্ষক বিমান তালুকদার, প্রশিক্ষক অর্জুন বিশ্বাস, এম এ মোমেন খান উপস্থিত ছিলেন।



