মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশফকিরহাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফকিরহাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

সম্পর্কিত সংবাদ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা এলাকায় সাফায়ান নামে আড়াই বছরের একটি শিশু পুকুরের পানিতে পড়ে মারা গেছে। আর এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার মুলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা এলাকায়।

নিহত শিশুটি বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার মুফতি মাসুম বিল্লাহ এর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির পিতা মুফতি মাসুম বিল্লাহ ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গা এলাকায় একটি মাদ্রাসার শিক্ষক। চাকুরীর সুবাদে তিনি পরিবার নিয়ে সৈয়দ মহল্লা এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করেন। গতকাল শনিবার শিশুটি খেলার সময় পরিবারের অজান্তে ওই ভাড়াবাসার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়।

শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তারিফ হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

সম্প্রতি

আরও খবর