মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশরাতের আঁধারে সবজি খেত ধ্বংস ঋণের চিন্তায় দিশেহারা কৃষক

রাতের আঁধারে সবজি খেত ধ্বংস ঋণের চিন্তায় দিশেহারা কৃষক

প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে জসিম উদ্দিন নামের এক কৃষকের ৮০শতক জমিতে চাষ করা বিভিন্ন প্রজাতির সবজি ক্ষেত কেটে ও উপড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার রাতের আঁধারে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ১ একর ৬০ শতক জমি বর্গা নিয়ে প্রায় ৪ লাখ ঋণের টাকা ব্যয় করে মুলা, উন্নতজাতের বরবটি, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, লাউ, কপি, পরুলসহ বিভিন্ন জাতের সবজির চাষাবাদ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও বেশ ভাল হয়েছে। বিক্রিও শুরু করেছেন। এরমধ্যে বৃহস্পতিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ৮০ শতক জমির সবজি ক্ষেত কেটে ও উপড়ে নষ্ট করে দিয়েছে। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক জসিম উদ্দিন কখনো কেটে ফেলা মুলা ক্ষেতে আবার কখনো উপড়ে ফেলা বরবটি ক্ষেতে গিয়ে কাঁন্না করছেন। ঋণের টাকা কিভাবে শোধ করবেন তা বলে বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক জসিম উদ্দিন বলেন, সবজি তুলতে ক্ষেতে এসে দেখি আমার পুরো সবজি ক্ষেত তছনছ করে ফেলেছে। সব ফসল বিক্রি করতে পারলে ৫লাখ টাকার বেশি বিক্রি করা যেত। পরিবারের সদস্যদের শ্রম ছাড়া চুক্তিভিত্তিক শ্রমিকের মজুরি ও সার-বীজসহ চাষাবাদে ব্যয় হওয়া প্রায় ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি

আরও খবর