রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশমীরসরাইয়ে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে সচেতনতামূলক নাটক

মীরসরাইয়ে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে সচেতনতামূলক নাটক

প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের মীরসরাইয়ে জে.বি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক নাটক ‘মোবাইল’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়ার পরিচালনায় নাটকে অভিনয় করেন শিক্ষার্থী তিথি, নূরজাহান, আবরার, ওয়াসিম, রওনক ও আরাধ্যা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার। তিনি বলেন, বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে তা ভবিষ্যতের জন্য ভয়াবহ হতে পারে। অভিভাবকদেরও সন্তানদের মোবাইল ব্যবহারে নজর রাখা প্রয়োজন।

নাটকে তুলে ধরা হয়-অতিরিক্ত মোবাইল ব্যবহারে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ হারানো, পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি, চোখ ও মস্তিষ্কে নেতিবাচক প্রভাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট ও পর্ণগ্রাফীর মতো সমস্যা। নাটকের সংলাপে বলা হয়, মোবাইল যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে তা আশীর্বাদ; কিন্তু অপব্যবহারে তা অভিশাপে পরিণত হয়।

সম্প্রতি

আরও খবর