চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় কনটেইনারবাহী ট্রেনের সঙ্গে চালবাহী একটি ট্রাকের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল হক (৬০)। তিনি পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা এবং কিশোরগঞ্জের মূল বাড়ির ছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সিজিপিওয়াই থেকে ঢাকামুখী কনটেইনারবাহী ট্রেনটি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় একটি চালবাহী ট্রাক হঠাৎ রেললাইনে উঠে পড়ে। তখন ট্রেনের ইঞ্জিন ট্রাকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে গিয়ে পথচারী ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সংঘর্ষের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার বগি উল্টে যায়।
পূর্ব রেল বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।”



