মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামে নিখোঁজের একদিন পর মুরাদ (৬) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুরাদ বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালের দিকে বাড়ির পাশের গাজীখালি নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেলের দিকে বাড়ি থেকে খেলার উদ্দেশ্য বের হয় মুরাদ। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা গাজীখালি নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রনজিৎ সাহা বলেন শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



