বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশদিনাজপুরে শীতের আমেজ

দিনাজপুরে শীতের আমেজ

প্রতিনিধি, দিনাজপুর

সম্পর্কিত সংবাদ

দিনাজপুরে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনে তেমন একটা বোঝা না গেলেও রাত থেকে ভোর পর্যন্ত কিছুটা শীত অনুভূত হচ্ছে। মাঝে মধ্যেই দেখা মিলছে কুয়াশার। আবহাওয়া দপ্তর জানায়, হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরের এই জেলায় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। গত কয়েক দিনে দিনাজপুরে সর্বনিম্ন তাপ ২২ থেকে ২৪ ডিগ্রীর মধ্যে থাকছে। পুরোপুরি শীত আসতে মাস খানেক সময় লাগবে। এই অঞ্চলে কনকনে শীত অনুভুত হয় ডিসেম্বর জানুয়ারিতে। সকালে ছড়িয়ে ছিটে থাকা শিউলি ফুল পত্র-পল্লবে শিশির বিন্দু দেখে মনে হবে মুক্তা ছড়িয়ে দিয়েছে প্রকৃতি। রাত ও ভোরে কিছুটা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। উত্তরের জেলা দিনাজপুরে কিছুটা শীতের আমেজ দেখা দিয়েছে। তাই তো প্রকৃতিতে এসব চিত্রই জানান দিচ্ছে শীত আসছে। তবে এ জেলায় পুরোপুরি শীত আসতে শুরু করছে নভেম্বরের শেষের দিকে। বর্তমানে হালকা শীতের আমেজ বেশ উপভোগ করছে এই অঞ্চলের মানুষ।

সম্প্রতি

আরও খবর