গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, সহকারি কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।



