মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশকাঠালিয়ায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কাঠালিয়ায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি)

সম্পর্কিত সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে নারীসহ একটি পরিবারের দুইজনকে মারধরের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হামলার শিকার পরিবারটি।

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- হামলার শিকার সালমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন তার মাদ্রাসা পড়ুয়া ছেলে মো. নয়ন হাওলাদার, স্বামী মো. মনির হাওলাদার ও ভাই মো. সাব্বির হোসেন। তারা অভিযোগ করেন, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. খালেদ মাহমুদ অন্তরের নেতৃত্বে তার চাচা মহিউদ্দিন ও পিতা হুমায়ুন কবির গতকাল সোমবার সকালে সুপারি পাড়াকে কেন্দ্র করে আমার ছেলে নয়ন হাওলাদার ও আমার উপরে দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমরা মা-ছেলে দুইজনেই গুরতর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

হামলার সময় ছাত্রদল নেতা খালেদ মাহমুদ অন্তর আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে শাসিয়ে চলে যান। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

সম্প্রতি

আরও খবর