মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশবেগমগঞ্জে পলাতক আসামী কসাই জাহাঙ্গীর গ্রেপ্তার

বেগমগঞ্জে পলাতক আসামী কসাই জাহাঙ্গীর গ্রেপ্তার

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

সম্পর্কিত সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে গ্রেপ্তারী পরোয়ানা ও ১৪ মামলার পলাতক আসামী জাহাঙ্গীর আলম ওরফে কসাই জাহাঙ্গীর (৪৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন র‌্যাব-১১। গতকাল সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সে চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের নুরুজ্জামানের পুত্র। এর আগে গত (২৬ অক্টোবর) রোববার দুপুর ২ টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের রিয়াজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১, জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে গত রোববার দুপুর দুইটার সময় র‌্যাব সদস্যরা বেগমগঞ্জের মিরওয়ারিশপুর গ্রামের ১নং ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় স্থানীয় রিয়াজ স্টোরের সামনে থেকে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ ১৪ মামলার পলাতক আসামী জাহাঙ্গীর আলম ওরফে কসাই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু বলেন, র্দীঘদিন থেকে র‌্যাব এর সদস্যরা চেষ্টা করে অবশেষে পলাতক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কসাই জাহাঙ্গীর র্দীঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিলো। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব এর অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি

আরও খবর