রাজশাহীর দামকুড়া ও গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে রাজশাহী ব্যাটালিয়ন(১ বিজিবি) মদ ও পাতার বিড়ি আটক করেছে। গত রোববার দিনগত রাতে গোপন তথ্যেও উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটালিয়ন(১ বিজিবি) এর সাহেবনগর বিওপির টহলদল সীমান্ত পিলার ৬১/১ এস এবং ৪৫/২-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে চরমাজারদিয়াড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ২২ বোতল ভারতীয় মদ ও ৬শত প্যাকেট ভারতীয় পাতার বিড়ি আটক করেছে। ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান আটককৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় ও ভারতীয় পাতার বিড়ি শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।



