বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার সোনাপুর এলাকার মধুমতি নদীর সংযুক্ত তালতলা খালে গতকাল সোমবার বিকালে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। এ অভিযানে প্রায় ৪০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে ছোট-বড় সব ধরনের দেশিয় মাছ শিকার করা হয়। যা ভবিষ্যতে মাছের প্রজনন ও প্রজাতি টিকিয়ে রাখতে মারাত্মক হুমকি সৃষ্টি করে। মৎস্য সম্পদ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



