প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ (৮০) আজ নিজ গ্রাম পানহাটা আগমন করেন। শেখড়ের সন্ধানে তিনি বিক্রমপুরের আব্দুল্লাপুর গ্রাম, পুলঘাটা ব্রিজ, পানহাটা নিজ গ্রাম, ইদ্রাকপুর কেল্লা ও সরকারি হরগঙ্গা কলেজ পরিদর্শন করেন। দীর্ঘ ৫৪ বছর পর তিনি নিজ গ্রাম পানহাটায় এলে স্থানীয় গ্রামবাসী তাকে অভ্যর্থনা জানান। তার দাদা মুন্সী নওয়াব আলী মৃধা স্থানীয়দের কাছে এখন সুপরিচিত। তাদের পুরনো বাড়ি হাত বদল হলেও বাড়িটি এখনো নওয়াব আলী মৃধা বাড়ি নামে পরিচিত। পরে তিনি দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকা অফিসে আগমন করেন এবং পত্রিকায় একটি সাক্ষাৎকার প্রদান করেন। তার সাথে আলাপ করে জানা যায় এ পর্যন্ত তিনি ১৬ টি ছবি পরিচালনা করেছেন।



