ভরাডোবা এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কে মিলের বর্জে ফসলহানীর ক্ষতিপূরণ দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভরাডোবা, পুরুড়া ও ভাঁটগাঁও গ্রামের কয়েকশত কৃষক।
ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা গ্রামে পাকিস্তানি মিল নামে পরিচিত এক্সপিরিয়েন্স টেক্সষ্টাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রংয়ের পানি ও বর্জ্য, একই এলাকার মুলতাজিম স্পিনিং মিলের বর্জ্যে প্রায় দেড় যুগ ধরে ফসলহানীর ক্ষতিপূরণ কারখানা মালিক কর্তৃক দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার ভূক্তভোগি কৃষকগণ। কৃষকদের দাবি প্রায় ১৫ বছর যাবৎ ভরাডোবা, পুরুড়া, ভাঁটগাঁও ও রাংচাপড়া গ্রামের প্রায় ৩৩৫.৭৪ একর জমির ফসল নষ্ট করেছে এক্সপিরিয়েন্স টেক্সষ্টাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রংয়ের পানি ও বর্জ্য, একই এলাকার মুলতাজিম স্পিনিং মিলের বর্জ্য।ে প্রায় ৩৩ কোটি ২৮ লাখ টাকার ধান উৎপাদন ব্যহত হয়েছে বলে তাদের দাবি। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘোষণা করেন উপজেলা প্রশাসন হতে সুপারিশকৃত ক্ষতিপূরনের টাকা মিল কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে পরিষোধ না করলে কঠোর আন্দোলনে যাবেন।



