তেঁতুলিয়ায় পানিতে ডুবে সিনহা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ সকালে উপজেলার মাথাফাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সদর ইউনিয়নের আজিজনগড় মাথাফাটা গ্রামের সাইদুর রহমানের মেয়ে। পরিবার সূত্র জানায়, সকালে ঘুম থেকে উঠে সিনহা দাদীর বাড়িতে চা খেতে যায়। দাদী বাড়ির কাজে ব্যস্ত থাকায় শিশুটি তার মতো করে নিজের বাড়ি ফিরে আসার সময় বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। স্থানইয় একজন শিশুটিকে পুকুরে পড়তে দেখে চিৎকার করে লোকজনকে ডেকে ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত তদন্ত ওসি নাজির হোসেন জানান, পুকুরে পরে সিনহা নামের দুই বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।



