রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশজনবল ও চিকিৎসক সংকট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

জনবল ও চিকিৎসক সংকট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

প্রতিনিধি, দেবীদ্বার (কুমিল্লা)

সম্পর্কিত সংবাদ

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ফলে উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৫০ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগ ও জরুরি বিভাগে সহ¯্রাধিক রোগী সেবা নিতে আসেন। শয্যা সংখ্যা ৫০ হলেও অনেক সময় ভর্তি রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ফ্লোরে দরজার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে রাখতে দেখা যায়। দরিদ্র ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর বড় অংশই এই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মোট ২২ চিকিৎসক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৯৫ জনসহ মোট ২১৭ পদের জনবল অনুমোদিত। এর মধ্যে ১৩ চিকিৎসক এবং ৫৩ জন অন্যান্য কর্মচারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অর্থাৎ বর্তমানে ৬৬টি পদ খালি।

চিকিৎসকদের ৬টি পদ শূন্য, আরও ৭ জন প্রেষণে থাকায় ১৩ জন চিকিৎসকই কার্যত অনুপস্থিত। বাকী ৮-৯ জন চিকিৎসকের মধ্যেও জরুরী বিভাগে দায়িত্বরত রাত্রিকালীন সেবাদানের পরদিন ওই চিকিৎসক ছুটিতে থাকেন, ট্রেনিং, অসুস্থ্যতা ও অন্যান্য কারনে আরো ৩/৪ জন চিকিৎসক অনুপস্থিত থাকেন। স্থানীয়রা জানান, সরকারি হাসপাতালের দুরবস্থার পেছনে আরেকটি বড় সমস্যা হলো দালালচক্র ও ওষুধ কোম্পানির প্রভাব। উপজেলা সদরজুড়ে থাকা ৩৭টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের দালালরা দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ফুসলে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে অখ্যাত কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করে মুনাফা হাসিল করা হয়। এছাড়া হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি স্থানীয় প্রাইভেট হাসপাতালের অ্যাম্বুলেন্সচালকদের চাপে কার্যত ব্যবহার বন্ধ রেখেছে বলে অভিযোগ রয়েছে। ফলে স্বল্প আয়ের, দরিদ্র ও মুমূর্ষু রোগীরা সময়মতো উন্নত চিকিৎসা কেন্দ্রে নিতে না পারায় বিপাকে পড়ছেন। চিকিৎসক সংকটের পাশাপাশি ওষুধ, পরিচ্ছন্নতা কর্মী ও যন্ত্রপাতির অভাবেও স্বাস্থ্যসেবার মান দিন দিন নিচের দিকে নামছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খান বলেন, চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জনবল পূরণ হলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। তবে প্রেষণে যাওয়া ৮ চিকিৎসকের বিপরীতে চিকিৎসক না পাওয়ায় এবং গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎস না থাকায় রোগিদের ভোগান্তি হচ্ছে।

সম্প্রতি

আরও খবর